কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ১৫২তম মৃত্যবার্ষিকী পালিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ১৫২তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। গত ২৯ জুন (রবিবার) কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর উপজেলা শাখার পৃষ্ঠপোষকতায় সাগরদাঁড়ী মধুসূদন একাডেমি দিনব্যাপী নানা আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই মধুপল্লীতে মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মধুসূদন একাডেমির মিউজিয়ামে মধুসূদন আলোচনা, ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান, মধুসূদন থেকে আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ ও মধুগীতি পরিবেশন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

মুখ্য আলোচক ছিলেন খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ‍্যন্ড টেকনোলজির বাংলা বিভাগের অধ্যাপক ড. সন্দীপক মল্লিক।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, জামিরা বাজার কলেজের সহকারী অধ্যাপক তাপস মজুমদার, যশোর সিঙ্গিয়া আদর্শ কলেজের প্রভাষক সৈয়দ এনামুল হক, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশান এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, মধুসূদন এ্যালবামের পরিচালক ও আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু, কবি হোসাইন নজরুল হক, কবি অপু দেবনাথ প্রমূখ। 

স্বাগত বক্তব্য রাখেন মধুসূদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কবি খসরু পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুসূদন একাডেমির সদস্য রিয়াজ লিটন।

 

আলোচনা সভা শেষে দীপা হালদার ও রাকিবুল হাসান রাব্বিকে ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান করা সহ বিভিন্ন শিল্পীদের গান ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সহ-সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, কবি মাসুদা বেগম বিউটি, সাংবাদিক পরেশ দেবনাথসহ কবি-সাহিত্যিক, গবেষক, লেখক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

 

অপরদিকে মহাকবির মৃত্যুবাষিকী উপলক্ষে সাগরদাঁড়ি মধুপল্লীর আয়োজনে মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো: হাসানুজ্জামান সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ তীরে সাগরদাঁড়ী গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের ক্ষনজন্মা মহাপুরুষ, আধুনিক বাংলা কাব্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। জমিদার পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *