শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরের হাসানপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে অত্র প্রতিষ্ঠানের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিন্টেনডেন্ট সামছুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুজ্জামান, আজিজুল ইসলাম, এস কে আব্দুর রহিম, শাহানা পারভীন, শুভাশীষ দত্ত, আমিরুল ইসলাম, শারমীন সুলতানা, রাশেদুল ইসলাম। এছাড়াও অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন, মহিদুল ইসলাম ,রত্না দাস, আলম মোড়ল প্রমুখ।
সমাবেশে বক্তরা শিক্ষার্থীদের পড়াশোনা এবং প্রতিষ্ঠানে শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।