কেশবপুরে রাস্তার পাশে ফেলে রাখা ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক):  যশোরের কেশবপুর পৌর শহরের রাস্তার পাশ দিয়ে বিদ্যুৎ লাইনের নির্মাণাধীন কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখায় ঝুলন্ত তার নিয়ে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঘটনাটি ঘটেছে পৌর শহরের আলতাপোল গ্রামের মীরপাড়ায়। নিহত ওই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মীরপাড়া এলাকায় রাস্তার পাশ দিয়ে বিদ্যুৎ লাইনের নির্মাণাধীন কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখায় গত বৃহস্পতিবার সকালে শিশু জিহাদ হোসেন ওই ঝুলন্ত বৈদ্যুতিক তার নিয়ে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। ওইসময় পরিবারের লোকজন টের পেয়ে জিহাদ হোসেনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ওই এলাকায় বিদ্যুৎ লাইনের নির্মাণাধীন কাজের সুপারভাইজার গৌরাঙ্গ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। বৈদ্যুতিক মালামাল কম থাকার কারণে কাজ ফেলে রাখা হয়েছে।

বিদ্যুৎ লাইনের নির্মাণাধীন কাজের ঠিকাদার ফারুক হোসেনের ছেলে বাপ্পি ওই বিদ্যুৎ লাইনের দেখভাল করে। তার মুঠোফোনে একাধিকবার কল করার পরেও তিনি ফোনকল রিসিভ করেননি।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *