কেশবপুরে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ যশোরের কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ই অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের অধিকার, স্বাস্থ্য ও করণীয় সম্পর্কিত নিয়ে সবাইকে সচেতন করাই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো সফল করতে পিতামাতাসহ সকলের দায়িত্ব রয়েছে। বিশেষ করে শিশুদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে তারা উৎসাহ পাবে।

তিনি আরও বলেন, পিতামাতা হলো শিশুদের সবচেয়ে বড় শিক্ষক। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাদের স্বাভাবিক পরিবেশে কাজ করতে দিলে আগামীতে তারা অনেক ভালো করবে। আগামী প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে হলে শিশুদের মৌলিক অধিকার নিশ্চয়তার পাশাপাশি তাদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। সন্তানের পেছনে বিনিয়োগ করাটাকে নিজেদের জন্যই বিনিয়োগ বলে মনে করছি। শিশুদের যুগোপযোগি করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করে তাদের মেধা বিকাশের সহয়তা করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলী রানী, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, শিশু একাডেমির প্রশিক্ষক অলোক বসু বাপীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *