শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): কেশবপুর পৌর বিএনপির পরিচিতি সভা ও মরহুম অধ্যক্ষ জুলফিকার আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ মে ) সকালে পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ।
পরিচিতি সভা শেষে পৌর বিএনপি নেতা মরহুম অধ্যক্ষ জুলফিকার আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন ডাক্তার খানা জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
পরে, পৌর বিএনপির সকল নেতৃবৃন্দের মাঝে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এর স্মরণিকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সহসভাপতি আবুল হোসেন, এরশাদ আলী দপ্তরী, নিছার উদ্দিন, বিল্লাল হোসেন, এলাহী বক্স, অধ্যাপক ফারুকী আজম, সামাদ দফাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, জাকির হোসেন, মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল, কোষাধ্যক্ষ প্রভাষক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান খান ক্বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক উবায়দুল হক উবাই, যুব বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাজাহান সাজু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহাজাহান বাবু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মারুফ আহম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান লাভলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক দবির উদ্দীন, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মানবাধিকার বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব সোহরাব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, তাঁতি/মৎস্যজীবি/উপজাতি বিষয়ক সম্পাদক আবুল কাসেমসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।