মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নারীর শক্তি গ্রামের সমৃদ্ধি এই স্লোগানকে ধারণ করে বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এর আলোকে মহাদেবপুরের দশ ইউনিয়নের গ্রামীণ নারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে কমিউনিটি সেন্টারে এ’সভার আয়োজন করেন। উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা,রাজশাহীর বিএনপি নেতা গোলাম মোস্তফা,বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি ৭৭০ জন নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।