ছাত্রদের অভিযোগের ভিত্তিতে পাকশী রেলের দু’জন সাময়িক বরখাস্ত

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে বাড়তি টাকা আদায়ের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের দুইজনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তর থেকে তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে সংযুক্ত ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ এবং টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।
পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন মুঠোফোনে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দু’জনের এরমধ্যে ট্রেন পরিচালককে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা নির্দেশনায় এবং টিটিইকে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দীনের নির্দেশনায় বরখাস্ত করা হয়।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা জানান, বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী হয়ে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় যাত্রীদের কাছে বাড়তি টাকা গ্রহণের বিষয়টি ট্রেনে ছাত্রদের নজরে আসে।
রেল সূত্র জানায়, রহনপুর স্টেশন থেকে বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেন দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়ে টিকেট দেননি। পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা অভিযোগ করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত টিটিই ও গার্ড প্রথমে অস্বীকার করলেও পরে তারা ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ছাত্ররা রাতেই বিষয়টি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কয়েকজন কর্মকর্তাকে অবহিত করেন। পরে এ ঘটনায় বৃহস্পতিবার পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তর প্রধানের স্বাক্ষরিত পৃথক পত্রাদেশে দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *