জয়পুরহাটে নিষ্পত্তিকৃত ৫০৬টি মামলার আলামত ধ্বংস

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনায় জয়পুরহাট জেলায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছা. আতিয়ারা আকতার, কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দীক ও মালখানা অফিসার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলাম।
আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ হাজার ৫৯৬ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল বিদেশি মদ, ৬০ প্যাকেট অফিসার চয়েজ ব্র্যান্ডের মদসহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *