সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল কালে
রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময়ে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরমধ্যে ৬জন নেতাকর্মী বরগুনার আমতলী উপজেলার।
আজ রবিবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।যাদের অধিকাংশ বরগুনার আমতলী উপজেলায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাসের মাথায় গত ১২ই মে দলটি এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে সরকার।