দিশেহারা ক্রেতারাঅস্থির মুরগি, ডিম, পেঁয়াজ ও ভোজ্যতেলের দাম

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: আবারো দিশেহারা ক্রেতারা। মুরগি,ডিম,পেঁয়াজ ও ভোজ্যতেলের দামে অস্থিরতা বিরাজ করায়।
 অজুহাতে বাড়ানো হয়েছে দাম।
খুচরা বাজারে এক কেজি ব্রয়লার মুরগি  ১৯০ থেকে ২০০ টাকায় গিয়ে ঠেকেছে। ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে ১৭০ টাকা, যা সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেশি। এছাড়া বাজারে হু হু করে বাড়ছে ভোজ্যতেল, আলু ও চিনির দাম। সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য উপেক্ষা করে ব্যবসায়ীরা ইচ্ছামতো কেনাবেচা করছে। ক্রেতাদের কথা বলার কোন সুযোগ নেই। দোকানিদের  অজুহাত একটাই মোকামে বৃদ্ধি হলে আমরা কি করবো। অপরদিকে এক লাফে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৮০থেকে ১০০টাকা,ভোজ্যতেলের (সরিষা) প্রতি কেজি দাম বেড়েছে ৬০থেকে ৭০টাকা।
মুদি বিক্রেতা কুনাল কুন্ডু জানান,পাইকারি বাজারে কিন্তু ডিমের কোনো সংকট নেই। সরবরাহও পর্যাপ্ত। কিন্তু পাইকাররা বলছেন সরবরাহ কম। ডিম উৎপাদন কম হওয়ায় দাম বাড়তি। তাই বেশি দামে ডিম এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে রাতারাতি অতি মুনাফা লুটে নিচ্ছে। এর খেসারত ভোক্তাকে দিতে হচ্ছে। অপরদিকে পেঁয়াজ বিক্রেতা রবিদাস, ভোজ্যতেল ব্যবসায়ী রহমত মনির জানান, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কেন দাম বৃদ্ধি হচ্ছে আমাদের জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *