দ্বিতীয় দিনের মত বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: দ্বিতীয় দিনের মতো ন্যয্য দাবি বুঝে দেওয়ার জন্য এবং ব্যাক্তিগত বেসরকারী প্রতিষ্ঠান গ্রীন লজিষ্টিক নামে প্রতিষ্টানকে বেনাপোল বন্দরের টেন্ডর না দেওয়ার দাবিতে কুলি শ্রমিকরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। বেনাপোল চেকপোষ্ট কুলি শ্রমিক ( রেজি নং ২০৮৪ ) এর আয়োজনে  শনিবার  সকাল ১০ টার সময় বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে ৩০০ শ্রমিককে বাদ দেওয়ায় তারা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচী পালন করেন।

মানববন্ধন কর্মসুচীতে কুলি শ্রমিক এর নেতারা বলেন, অনতি বিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে স্থল বন্দর বেনাপোল কর্তৃপক্ষকে। টেন্ডার এর মাধ্যেমে গ্রীন লজিষ্টিক প্রতিষ্ঠানকে কুলি শ্রমিকের কাজ তুলে নিতে হবে। ওই প্রতিষ্ঠান যদি সহজে বেনাপোল থেকে না যায় তাহলে তার সমুচিত শিক্ষা দেওয়া হবে। আমাদের জন্মভুমি বেনাপোল। আমরা স্বাধীনতার পর থেকে এখানে পৈর্তৃকসুত্রে এই চেকপোষ্টে শ্রমিকের কাজ করে থাকি। এ পথ দিয়ে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে । সেই সব যাত্রীদের মালামাল বহন করে যা রোজগার করি তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলি। অন্য সংস্থাকে নিয়োগ দিলে আমরা বেকার হয়ে যাব। আমরা যে ভাবে আছি সে ভাবে কাজ করে যেতে চাই। দ্বিতীয় কোন প্রতিষ্ঠান এসে এই বর্ডার এবং নতুন আইন করে যাত্রী চলাচল  নিয়ন্ত্রন করুক তা আমরা চাই না। বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ দুর দুরান্ত থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে অযথা সেবার নামে ৫৭.২৬ টাকা আদায় করে এটা সম্পুর্ণ অবৈধ। এখানে যাত্রীদের কোন সুযোগ সুবিধা নেই। বসার কোন স্থান নেই। নেই প্রয়োজনীয় কোন ক্যান্টিন ব্যবস্থা। অযথা ধোকা দিয়ে টাকা নিচ্ছে । আবার গ্রীন লজিষ্টিক নামে যে প্রতিষ্ঠান আসছে তারা আরও বেশী টাকা যাত্রীদের নিকট থেকে নিবে বলে ইতিমধ্যে আলোচনা চলছে। আমরা চাই আমাদের এই মাটিতে আমরা যে ভাবে পরিশ্রম করে রোজগার করে খাই সে ভাবে চলবে। কোন বহিরাগত এসে আমাদের উপর হস্তক্ষেপ করুক তা আমরা চাই না। যদি ভালো ভাবে স্থল বন্দর কর্র্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে এর দাত ভাঙা জবাব দিব।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু ১ নং ওযার্ড  বিএনপি সভাপতি আব্দুল মালেক, শ্রমিক ইউনিয়ন (২০৮৪) এর সভাপতি মোবাবরক হোসেন কালু, সাধারন সম্পাদক ইকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য ইমরান হোসেন, হুমায়ুন কবির লালটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *