ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও

কাজী নওরীন সদস্য, মিডিয়া সেলঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও। এক ফ্যাসিস্টকে বিদায় করে বাংলাদেশের জনতা নব্য ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়েছে।

কুমিল্লার মুরাদ নগরে ধর্ষণ-নিপীড়ন, পটুয়াখালীর রাঙ্গাবালীর গৃহবধুকে অপহরণসহ সংগঠিত সকল ধর্ষণ-নিপীড়ন-নির্যাতন-মব বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২৯ জুন প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে  চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান ও সদস্য হরিদাস সরকার আরো বলেন,  নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে দাবি জানিয়ে আসছে প্রমাণিত ধর্ষকের ৩ মাসের মধ্যে ফাঁসি দেয়ার দাবি জানিয়ে আসছে, যা অতিতের ফ্যাসিস্ট সরকার যেমন আমলে নেয়নি, অর্ন্তবর্তী সরকারও নিচ্ছে না। যে কারণে আছিয়াসহ বিভিন্ন ধর্ষণের ঘটনার পরও কঠো পদক্ষেপ না নেয়ায় একের পর এক নারী ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। যা বন্ধে ব্যর্থতার পরিচয় দিচ্ছে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের পরিচালিত বাংলাদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *