নওগাঁয় অসচ্ছল সংস্কৃতিকর্মীরা পেলো ১১ লক্ষ ৭০ হাজার টাকা সরকারি অনুদান

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ  নওগাঁর অসচ্ছল সংস্কৃতিকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর সরকারি এমন অনুদান পেয়ে উচ্ছ্বসিত নওগাঁর বিভিন্ন উপজেলার অবহেলিত সংস্কৃতিকর্মীরা।
জেলা কালচারাল কর্মকর্তা মো. তাইফুর রহমান জানান, বিভিন্ন সময় আর্থিক সহযোগিতার জন্য জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও অসচ্ছল শিল্পীদের কাছ থেকে আবেদন পাওয়া যায়। সেই সব আবেদনের প্রেক্ষিতে এবং সরকারি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪-২৫ অর্থ বছরে জেলার ১৬টি সাংস্কৃতিক সংগঠনের জন্য প্রায় ১১ লক্ষ ৭০ হাজার টাকা ও ১২৮ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের জন্য প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে পাওয়া গেছে।
সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। এছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, নওগাঁ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠকবৃন্দ এবং ভাতাপ্রাপ্ত সংস্কৃতিসেবী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *