মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর ঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার(১৬অক্টোবর) প্রকাশিত হয়েছে। নওগাঁ জেলায় এবার ফলাফল মোটামুটি হতাশাজনক। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সামগ্রিক পাশের হারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো-জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর জেলার ৮৬টি কলেজ থেকে মোট ১৪ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শূন্য পাসের তালিকায় ৫ প্রতিষ্ঠান বালুভরা আর.বি. হাই স্কুল অ্যান্ড কলেজ (বদলগাছী) – ৪ জন শিক্ষার্থীর সবাই ফেল, মান্দা এস.সি. পাইলট স্কুল অ্যান্ড কলেজ – ৯ জন পরীক্ষার্থী, সবাই ফেল ,ভারশো হাই স্কুল অ্যান্ড কলেজ (মান্দা) – একমাত্র পরীক্ষার্থী ফেল, সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (আত্রাই) – ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত, বাকি ২ জন ফেল, শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ (নিয়ামতপুর) – ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত, ২০ জনই ফেল।
জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, এমন ফলাফলের কারণ অনুসন্ধানে প্রতিটি ব্যর্থ প্রতিষ্ঠানের বিস্তারিত বিশ্লেষণ করা হবে। তারা বলেন, “যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান ও শিক্ষার্থীদের প্রস্তুতির পরিবেশ পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে নেওয়া হবে বিশেষ উদ্যোগ।”
শিক্ষা কর্মকর্তারা আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।”