নওগাঁয় বিষ্ণুমূর্তিসহ গ্রেফতার এক

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর হাসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ শাহজালাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শাহজালাল ভীমপুর এলাকার মৃত লায়েজ উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়- গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল নওগাঁর হাসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। তারা আরও জানায়, তিনি পাচারকারী সিন্ডিকেটের সদস্য। প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তার কাছে রাখে। আসামীকে নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে পোরশা দেউলিয়া নামক স্থান থেকে ৭৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ১৬বিজিবি’র একটি বিশেষ টহল দল। যার আনুমানিক মূল্য ৩৮লক্ষ টাকা বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *