মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর: নওগাঁয় মাদক সেবীদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে অভিভাবকেরা। মাদকের কড়াল ছোবলে ধ্বংসের পথে যুবসমাজ। মাদকে আসক্ত হয়ে পড়েছে ছাত্ররাও। দুশ্চিন্তায় রয়েছে মা-বাবারা।
সূত্রে প্রকাশ,ওইসব মাদক সেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। এখন জেলায় হাত বাড়লেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যান্ডের মাদকদ্রব্য। কিছু নামধারী কথিত সাংবাদিক মাদক সেবায় জড়িয়ে পড়ায় পারছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদককারবারীদের ধরতে।
সূত্রে প্রকাশ,ওইসব কথিত সাংবাদিকেরা বড় বড় মাদক কারবারীদের সেল্টার দেয়ায় পারছে না থানা পুলিশ মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অভিযোগে প্রকাশ, একজন কুখ্যাত মাদক কারবারি কথিত এক সাংবাদিককে ফেনসিডিল খাওয়ার ছবি নেট দুনিয়ায় ভাইরাল হলেও এখনো গ্রেফতার করতে পারেননি ওই মাদকসেবিকে। শুধু তাই নয় ওই কুখ্যাত মাদককারবারীকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেননি। এলাকার সচেতন,মহল অভিভাবকগণ ওইসব মাদক সেবী ও মাদককারবারিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।