নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুজিবনগর দিবসে ঘুরে দাঁড়াতে তৃণমূলের ঝটিকা মিছিলকারিদের অভিনন্দন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ 
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুজিবনগর দিবসের সমাবেশ: ঘুরে দাঁড়াতে তৃণমূলের ঝটিকা মিছিলকারিদের অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারে এবং সকল সহযোগী সংগঠনগুলো উদ্যোগ আয়োজনে অনুষ্ঠিত মুজিব দিবসের আলোচনা সভায় ।

মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গসংগঠনের আলোচনা সভার বক্তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন জঙ্গি বাহিনীর শত অপতৎপরতা সত্বেও বাংলাদেশে তৃণমূলের কর্মীগণের ঘুরে দাঁড়ানোর প্রয়াসকে অভিনন্দিত করা হয় এবং একাত্তরের মত দেশপ্রেমিক প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রার স্বার্থে আবারো শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়। একইসাথে বাংলাদেশের জামাত-শিবিরের জঙ্গি তৎপরতা রুখে দিতে যারা চরম সংকটে নিপতিত, সেসব নেতা-কর্মী ও তাদের পরিবারের অসহায় সদস্যগণের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়।খবর বার্তা সংস্থা বাপসনিউজ ।বক্তারা অভিযোগ করেন যে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করার নীল নক্সা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর পরিবর্তে যারা আত্মগোপনে গেছেন কিংবা পালিয়ে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ভারতে অবস্থান নিয়েছেন, তাদের ভ’মিকা সরব থাকার পরিবর্তে একেবারেই নির্লিপ্ততা আওয়ামী লীগকে নির্মূল করার সামিল। এসব নেতাদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন কয়েকজন। এক্ষেত্রে সভাপতি শেখ হাসিনার তৃণমূল নেতা-কর্মীগণের সাথে টেলিফোনে কথা বলার ব্যাপারটিকে সকলে সাধুবাদ জানিয়েছেন। তারফলেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

জঙ্গিদের হিংস্রতা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীগণের ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া আরো জোরদারকল্পে নিজ নিজ অবস্থান থেকে আমেরিকান বন্ধুদের সাথে সম্পর্ক রচনার উপর গুরুত্ব দেয়া হয়। বক্তারা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আওয়ামী লীগের এই দু:সময়ে যারা নিজ এলাকার কঠিন সংকটে থাকা কর্মীগণের খোঁজ-খবর নেয়ার পরিবর্তে যুক্তরাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে খোশ-গল্পে মেতে থাকেন-তাদের কঠোর সমালোচনা করা হয়। এমন লোকজনের কারণেই আওয়ামী লীগ আজকের পরিস্থিতিতে নিপতিত হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
গত রবিবার,২০ এপ্রিল ২০২৫,সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলের এ সভা শুরু হয় একাত্তরের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্ধনাথ তলায় আম্রকাননে প্রবাসী সরকারের শপথ গ্রহণের দিন স্মরণে ব্যারিস্টার আমিরুল ইসলামের ভিডিও-সাক্ষাৎকার প্রদর্শন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট, ৩ ও ৭ নভেম্বরের সকল শহীদ, পরবর্তীতে বিএনপি-জামাত জোটের হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনার মধ্যদিয়ে। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রজ্ঞন কর এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করেন জালাল উদ্দিন জলিল।

সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাংবাদিক ও লেখক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী,যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা আখতার হোসেন,যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দীন জলিল,যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সাধারণ সম্পাদক কায়কোবাদ খান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আসাফ মাসুক,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সহ সভাপতি টি.মোল্লা,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন,মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট আবু বক্কার খান তুষার, কৃষক লীগের প্রচার সম্পাদক শেখ ফারুক আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জেসমিন আক্তার কহিনুর, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,বরিশাল মহিলা আওয়ামী লীগ নেত্রী রশিদা বেগম বেবী, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের ও শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,শেখ হাসিনা মন্ত্রের সহ সভাপতি দেলওয়ার হোসেন মোল্লা,যুক্তরাষ্ট্রে শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান ও যুগ্ন সম্পাদক আবির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, আবুল হোসেন, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ। সবাইকে নৈশভোজে আপ্যায়ন এবং ধন্যবাদ্র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *