পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে : মোমিন মেহেদী

হালিমা খাতুন সদস্য, মিডিয়া সেলঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে। এরা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে ভিডিও’র ভয় দেখিয়ে জিম্মি করে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। ১৩ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা এনডিবির নেতাকর্মীদের প্রশিক্ষণ কাউন্সিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই প্রতারিত হয়েছে। ২ শ বছর আগে এই ভূখন্ডের মানুষ ব্রিটিশ-ফিরিঙ্গিদের দ্বারা প্রতারণার শিকার হয়েছে আর এখন এই দেশে জন্ম নেয়া বিদেশী এজেন্টদের দ্বারা প্রতারিত হচ্ছে। তার সর্বশেষ উদাহরণ পিনাকী ভট্রাচার্যের ‘ক্যু’ বিষয়ক ভিডিও বার্তা। তাঁর এমন নির্মম ভিডিও বাণিজ্য জাতির সাথে চলছে বছরের পর বছর। এ ব্যক্তির সাথে থাকা অধিকাংশ ইউটিউবারই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করেছিলো। আর এখন নতুন করে একের পর এক ধর্মভিরু সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছে।  পিনাকীর মত সকল বাংলাদেশ বিরোধীকে চিহ্নি করে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওনআফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতি করে। আর তাই ইন্ডিয়া-পাকিস্তান বা আমেরিকাকে নিয়ে ভাবে না। তাদের ভাবনায় অবিরাম বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *