পুলিশের মাসিক অপরাধ সভায় যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর ঃ  শনিবার(১৮ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার  মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম উক্ত অপরাধ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পুলিশ সুপার অত্র জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল মো. মাকসুদুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে অপরাধ পর্যালোচনা সভায় জেলার  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা  ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা  হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা,  অফিসার ইনচার্জগন, তদন্ত কেন্দ্র /ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগন কে ক্লু-লেস/অন্যান্য মামলার রহস্য উদঘাটন/আসামি গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে  দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *