পোরশা সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করলো বিএসএফ

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর: নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । নিহত ইব্রাহিম সীমান্তের রোদ গ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে । ইব্রাহিমের প্রতিবেশী মতিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে গরু চড়াতে সীমান্ত এলাকায় যান ইব্রাহিম । এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার লাশ এখনো  উদ্ধার করা হয়নি । পোরশা সীমান্তের নিতপুরের ২২৬নং পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম । তিনি আরও জানান, এখন পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *