বই পড়লে আত্মার বিকাশ ঘটে—এসপি সাফিউল সারোয়ার

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল  সারোয়ার বিপিএম বলেছেন,বই পড়লে আত্মার বিকাশ ঘটে। ভালো বই পড়ার ফলে আত্মা শুদ্ধ হয়, যা নিজেকে নতুন করে চিনতে সাহায্য করে।
তিনি বলেন, বই পড়লে আত্মার তৃপ্তি বা প্রশস্ততা বাড়ে। কারণ বই মানুষকে আলোকিত করে, মনের অন্ধকার দূর করে, এবং নতুন জ্ঞান ও বাস্তবতার সাথে পরিচিত করে তোলে, যা আত্মবিকাশে সহায়তা করে। তিনি আরো বলেন,বই পড়ুয়ারা বই পড়ে নানা বিষয় জানতে পারে এবং যাপিত জীবনের নানা সমস্যা সমাধানের উপায় খুঁজে পায়। মঙ্গলবার (৭অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালযে কবি মোহাম্মদ আককাস আলী তাঁর অষ্টম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি পুলিশ সুপার এর হাতে তুলে দেয়ার সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ’সময় কবি মোহাম্মদ আককাস আলী সাথে ছিলেন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ঢাকার প্রতিনিধি সাংবাদিক ওসমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *