মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁ পল্লীগীতি সমতি ২ ডেপুটি জেনারেল ম্যানেজার মো.রেজাউল করিম বলেছেন,বই পড়ার মাধ্যমে নতুন জ্ঞান লাভ করি সম্ভব। বই পড়া মন ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী, এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে, মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ককে শক্তিশালী করতে এবং আলঝেইমারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। তিনি বলেন,বই পড়ুয়ারা মনের জানালাকে প্রসারিত করে এবং নিজেকে আরও সমৃদ্ধ ও বাস্তববাদী করে তুলতে সাহায্য করে। পড়লে জ্ঞান-বুদ্ধি বাড়বে সে বিষয় তো কোনো সন্দেহ নেই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে বই পড়ার অভ্যাস দারুণভাবে সাহায্য করে।
মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) কবি মোহাম্মদ আককাস আলী তাঁর অষ্টম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি রেজাউল করিম এর হাতে তুলে দেয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।