বগুড়া এলপিজি ডিলার সমিতি’র বিভিন্ন দাবী বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

সিফাত আল বখতিয়ার বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া এলপিজি ডিলার সমিতির পক্ষ থেকে পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বরাবর বিভিন্ন দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বগুড়ার উপশহরস্থ উল্লেখিত ৩ কোম্পানীতে ডিলার সমিতি’র পক্ষ থেকে স্মারকলিপি জমা দেন সভাপতি আসলাম খান ও সাধারণ সম্পাদক বজলুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন,  আব্দুল হালিম শেখ, আমির হোসেন, আব্দুর রউফ, মাসুদ রানা, রবিউল ইসলাম, তোফা সরকার, আঞ্জু রহমান, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মোমিন, রবি হাসান, আজিজুল ইসলাম প্রমুখ।
লিখিত দাবীতে তারা জানান, লিকেজ সিলিন্ডার মেরামত করার জন্য বিভিন্ন সময়ে কর্তৃপক্ষকে অবগত করলেও তারা এখন পর্যন্ত তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ভোক্তাদের ভোটার আইডি কার্ড সংরক্ষণ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়না কারণ অনেক সময় বাড়িওয়ালা না এসে তাদের গৃহকর্মীদের পাঠিয়ে দেয়। এছাড়াও বর্তমান দামে গ্যাস ক্রয় করে তা বিক্রয় করলে লভ্যাংশ থাকবেনা বললেই চলে। এছাড়াও সিলিন্ডার গুলোতে লিকেজ থাকায় গ্যাসের পরিমাণ কমে যেয় এতে ভোক্তাদের সাথে বিভিন্ন সময়্র অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়।
এব্যাপারে বগুড়া এলপিজি ডিলার সমিতি’র সভাপতি মোঃ আসলাম খান (কালের সংবাদ‘কে) বলেন, দোকানভাড়া, কর্মচারীর বেতন, ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্রাদি হালনাগাদ রাখতে মাসে ২০ হাজার এবং বছরে প্রায় ২ লক্ষ  টাকা খরচ হয়৷ সেক্ষেত্রে নতুন নির্ধারণ করা দামে গ্যাস নিয়ে লাভ তো দূরের কথা মূলধনের টাকা তোলা কঠিন হয়ে যাবে। আমাদের নায্য দাবী গুলো না মানা হলে পরবর্তীতে সংগঠনে জরুরি আলোচনা সভা ডেকে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *