মোঃ এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সুবোধ কুমার আচার্য, থানা অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী ও বদলগাছী সদর ইউপি পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বদলগাছীর ৮টি ইউনিয়নের সচিব, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, সকল ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।