বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ  প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউওসও এর উদ্যোগে গত ১৮ অক্টোবর ২০২৫,শনিবার বিকাল ৬টায় নিউইয়র্কর জ‍্যাকসন হাইটস্থ জুইশস সেণ্টারে বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান ও সমাজ সেবায় নিরলসভাবে অনন্য অবদান রাখার জন্য নিউইয়র্ক প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ-এর আহবায়ক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মুলধারার রাজনীতিক ফখরুল আলমের সভাপতিত্বে ও সদস‍্য সচিব শামসুঊদদীন আহমেদ শামীম এবং বিশিষ্ট সমাজসেবক আহসান হারিরের যৌথ পরিচালনায় ও সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মাঝে বক্তব‍্য রাখন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ,জাতিসংঘের সাবের অফসার.লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস,কমিউনিটি লিজার কাজী আশরাফ হোসেন নয়ন,বিশিষ্ট সমাজসেবক ও দানবির ইসলাম সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সবুর, ব্রাহ্মনপাড়া বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, হেডমাস্টার শাহ আলন,সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক তাজুল ইসলাম, বাপসনিউজ এডিটর,মুলধারার রাজনীতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বিশিষ্ট সমাজসেবক আজহারুল হক মিলন, মিসেস হাসান ফেরদৌস,কমিউনিটি লিডার কাজী শাখাওয়াত হোসেন আজম,প্রবাস পত্রিকার সম্পাদক মোঃসাঈদ,অধ‍্যাপক মনির হোসেন,বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুছ সরকার, সমাজসেবক সোহরাব খান চৌধুরী,সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল,বিশিষ্ট রাজনীতিবিদ গাজী গোলাম আজম বাদল, বিশিষ্ট সমাজসেবক নাদির সরকার, সমাজসেবক আবুল হাসেম, সমাজসেবক হালিম মুন্সী, সমাজসেবক আব্দুল লতিফ, রাজনীতিবিদ হাবিব খান চৌধুরী, উপাকুন্ড, বিশিষ্ট সমাজসেবক ফারহানা রুমা, বিশিষ্ট সমাজসেবক এমরান সরকার, বিশিষ্ট সমাজসেবক কেনু খান, সামান্তা সবুর ।উপহসিত ছিলেন জনমভুমি সমপাদক রতন তালুকদার,বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি মো. সুলাইমান, সাংবাদিকসসিরাজুল ইসলাম, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম,এ্যাডভোকেট রফিকুল ইসলাম ফিরোজ, বিশিষ্ট সমাজসেবক শামসুন্নাহার মনু, বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস খান চৌধুরী, সমাজ সেবক ফরহাদ তালুকগার,মোহাম্মদ বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনকারী নিউইয়র্ক প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনার উদ্যোগকে সবাই আয়োজকদের ধন‍্যবাদ জানান ।

প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ”র আহবায়ক ফখরুল আলম বলেন, বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবার ক্ষেত্রে নিরলস পরিশ্রমের মাধ্যমে অনন্য অবদান রাখার জন্য মোশারফ হোসেন খান চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে ।তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত এবং প্রবাসী জীবনের পাশাপাশি মাতৃভূমির উন্নয়নে অক্লান্তভাবে কাজ করে আসছেন।

আজ যারা এই অনুষ্ঠানে এসেছেন তাদের প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ-এর আহ্বায়ক ফখরুল আলম এবং সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম সবাইকে স্বাগতম জানিয়েছেন।

ফখরুল আলম বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং মূলধারার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি বলেন, “এই সংবর্ধনা কেবল একজন ব্যক্তির সম্মান নয়, বরং প্রবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের প্রতীক। সকলে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন এজন‍্য ধন‍্যবাদ জানান ।

শামসুউদ্দীন আহমেদ শামীমও সকলকে উপস্থিতির হওয়ার জন‍্য জানিয়ে বলেছেন, “মোশারফ হোসেন খান চৌধুরীর মতো ব্যক্তিত্বের অবদান আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের সবার অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দিয়েছি ।

প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ঐক্যবদ্ধতা গড়ে তুলে চলেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানটি তারই একটি অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *