মো: আনিছুর রহমানবেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ৮ বছর পর বেনাপোল পোর্ট থানার সাবেক ছাত্র শিবীরের সাধারন সম্পাদক রেজওয়ান গুম হওয়ার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদস্যরা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯ টার সময় ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এর নেতুত্বে তিন সদস্যরা তদন্ত কমিটি বেনাপোল ভুমি অফিসের সামনে স্থানীয়দের নিকট থেকে সাক্ষ্য গ্রহন করেন। এসময় বাংলাদেশ জামাত ইসলামির নেতা কর্মীরা ট্রাইবুনালের তিন সদস্যকে তথ্য উপাত্তের বিষয়ে সহায়তা করেন।
রেজওয়ান বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মিজানুর রহমান এর ছেলে।
রেজওয়ানকে গত ৪/০৮/২০১৬ ইং তারিখে বেনাপোল ভুমি অফিসের নিকট থেকে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যায়। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা বার বার বেনাপোল পোর্ট থানায় ওসি অপুর্ব হাসান এর নিকট সাধারন ডায়েরী এবং রেজওয়ানকে উদ্ধারের বিষয়ে আকুতি মিনতি করে। ওসি অপুর্ব হাসান তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে থানা থেকে কয়েক দফা বের করে দেয়। এবং তাদের গুলি করে বালির নীচে পুতে রাখারও হুমকি প্রদান করে। রেজওয়ান এর পরিবার বুঝতে পেরেছিল রেজওয়ানকে বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান এর নির্দেশে গুম করা হয়েছে। বিগত আওয়ামী সরকারের আমলে রেজওয়ানের গুম হওয়ার ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় কোন মামলা হয়নি।
এরপর তারা থেমে থাকেনি। ৫ ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর বেনাপোল পোর্ট থানায় রেজওয়ানের ভাই রিপন বাদি হয়ে ওসি অপুর্ব হাসান তদন্ত ওসি খন্দকার শামিম আহমেদ ও এস আই নুর আলম এর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত ৫/০৯/২৪ তারিখ। যার মামল নং ৩/২৯, তারিখ ৫/০৯;২৫। এজাহারে বিজ্ঞ আদালত এর সিআর নং ০১ তারিখ ২৮/০৮/২০২৪ স্মারক নং ২৩৬/২৪ থানায় প্রাপ্ত হয়ে মামলা রুজু হয়।
রেজওয়ান এর ভাই রিপন ও বাইজিদ বলেন, তার ভাই শার্শার বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের একজন ছাত্র ছিল। সে ওই কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের র্ছাত্র ছিল। বেনাপোল ভুমি অফিসের পাশে মাদ্রাসার ম্যাসে সে থাকত। সে ইসলামি ছাত্র শিবীর এর রাজনীতির সাথে জড়িত ছিল। এরপর তাকে কেন কি কারনে ওসি অপুর্ব হাসান এর নির্দেশে নুর আলম নিয়ে যায় আমরা জানি না। সেই থেকে আর তাকে খুজে পাওয়া যায়নি। আর ওসি থানায় তার বিষয়ে গেলে গুলি করে বালির মধ্যে পুতে রাখবে বলে হুমকি দেয়। এঘটনায় তিনি অপুর্ব হাসান সহ ওই তিনজনের ফাসি দাবি করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এর নিকট রিয়াজুল ইসলাম, হযরত আলী, হাসান আনোয়ারুল মোঃ তাহাজ্জত হোসেন হাফিজা খাতুন সহ অনেকে সাক্ষি প্রদান করেছেন। তদন্তের সার্থে আপাতত সাক্ষীদের সাক্ষ্য প্রকাশ করেন নাই তদন্ত কর্মকর্তারা।
উল্লেখ্য গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে ওসি অপুর্ব হাসান পলাতক রয়েছে বলে জানা গেছে। এ বিষয় নিয়ে এস আই নুর আলম এর সাথে কথা হলে তিনি বলেন আমাকে অযথা এসব মামলায় জড়াচ্ছে। আমি এসব কার্যক্রম এর সাথে জড়িত নই।