মোঃ আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম (৬৪) স্ট্রোক করে মৃত্যু বরন করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। আমিরুল বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় বাড়িতে ভুগছিলেন। মঙ্গলবার গভীর রাত্রে তিনি নিজ বাড়ি কাগজপুকুর গ্রামে মৃত্যু বরন করেন।
আমিরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, শার্শা উপজেলা জামায়াত এর আমির মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত, পৌর কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আতিকুজ্জামান ছনি, জামাত নেতা মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা ইউসুফ আলী প্রমুখ।বিবৃতি দাতারা মরুহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানাযা শেষে কাগজপুকুর কবরস্থানে মরহুমকে সমাধিস্থ করা হয়।