ভাঙ্গুড়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা): পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মমতাজ মহলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা জিল্লুর রহমান, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হাসিনুর রহমান, খানমরিচ ইউনিয়ন সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার দিলদার হোসেন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল। তিনি ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মেধাবী এ আনসার ও ভিডিপি কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে যান।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র বলেন, সম্মানিত মমতাজ মহল স্যার সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। স্যারের আত্মার শান্তি কামনা করি। সেই সঙ্গে স্যারের চিন্তা-চেতনা, দেশপ্রেম আমাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *