মধুমেলা শুরুর প্রথম দিনেই প্রকাশ্য জুয়া খেলানোর অপরাধে ৫ জনকে জরিমানা

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ  যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির মধুমেলার শুরুর প্রথম দিনেই প্রকাশ্য জুয়া খেলানোর অপরাধে ৫ জনকে পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি মধুমেলা শুরুর প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে প্রকাশ্য জুয়া খেলানোর অপরাধে যশোরের মোল্লাপাড়ার আব্দুল আজিজ (৩৯), সেন্টাল রোডের আব্দুস সামাদের ছেলে সম্রাট (৩০), কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের আলী হাসানের ছেলে আব্দুল লতিফ (৩৫), মির্জাপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে আল মামুন (২২), কলাগাছি গ্রামের মুক্তার আলীর ছেলে ইনামুল ইসলাম (২৪) কে জুয়া আইন ১৯৬৭ (ক) ধারায় ৫’শত টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন, মধুমেলা প্রাঙ্গণে প্রকাশ্য জুয়া খেলানোর অপরাধে জুয়া আইন ১৯৬৭ (ক) ধারা মোতাবেক ৫ জনকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। মধুমেলায় কোন প্রকার জুয়া, লটারি, চলবে না। মেলা চলাকালীন সময়ে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *