মনিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক নারী গ্রেফতার

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)কেশবপুর সেনাবাহিনী ক্যাম্প ও মনিরামপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ নার্গিস বেগম (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে মনিরামপুর উপজেলার ঝাঁপা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝাঁপা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। থানার মামলা নং-১৫।

 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ অক্টোবর রাতে উপজেলার ঝাঁপা বাজারে অভিযান চালিয়ে চায়ের দোকান ও বাড়ি থেকে নার্গিস বেগম (৩৫) কে ৪৬২ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগত ৬৫৪০ টাকাসহ গ্রেফতার করে। নার্গিস বেগম চায়ের দোকানের আড়ালে বেশ কিছুদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। 

 

এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নার্গিস বেগমকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও নার্গিস বেগমের স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় মাদক ও মানবপাচারসহ ৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *