মহাদেবপুরে কথিত সাংবাদিক টিটোর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের

আক্কাস আলী  মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, গুজব ছড়ানোসহ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ ফেসবুক নিউজ পোর্টাল ‘মহাদেবপুর দর্পণ’ এ প্রচার করায় ‘মহাদেবপুর দর্পণ’ এর কথিত এডমিন কিউ এম সাঈদ টিটোর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
কিউ এম সাঈদ টিটো উপজেলা সদরের মধ্য বাজারের মৃত দেলোয়ার কাজীর ছেলে। মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি বরুণ মজুমদার বাদী হয়ে রাজশাহীর বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন।
নওগাঁ জেলা পিবিআই কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলা তদন্তের স্বার্থে গত ৬ জুন শুক্রবার দুপুরে কিউ এম সাঈদ টিটো’র ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছে পিবিআই। মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, মহাদেবপুর দর্পণ এর কথিত এডমিন কিউ এম সাঈদ টিটো তার ফেসবুক নিউজ পোর্টাল ‘মহাদেবপুর দর্পণ’ এ “মহাদেবপুরে সাংবাদিকতার নাম করে আইনুল, মোকলেস, বরুণ ও আরো একজনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ” শিরোনামে মিথ্যা ও বানোয়াট  খবর প্রচার করে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এ বিষয়ে জানতে মহাদেবপুর দর্পণ এর এডমিন কিউ এম সাঈদ টিটোর মোবাইল ফোনে বার বার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মামলার বাদী বরুণ মজুমদার বলেন, কিউ এম সাঈদ টিটো একজন ধান্ধাবাজ ও ব্লাকমেইলার মাদকসেবী সাংবাদিক। তার বিরুদ্ধে এ ধরনের কর্মকান্ড করার বহু নজীর রয়েছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *