মহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫অক্টোবর) নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।  উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন বর্ণাঢ্য র‍্যালিতে।
র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে ইউএনও মো. আরিফুজ্জামান সভাপতিত্বে  একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ইতিয়ারা,রোদইল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়নে গঠনমূলক মতামত প্রদান করেন। শিক্ষকই জাতি গঠনের ভিত্তি, শিক্ষকের মর্যাদা হোক সবার আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *