মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

 মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ সারা দেশের ন্যায় মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  ১২ অক্টোবর

সকাল ৯:৩০ টায় মাগুরা পিটিআই স্কুল মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম টিকা প্রদানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই টিকা প্রদান কার্যক্রম ১২ই অক্টোবর হতে ৩০ অক্টোবর সরকারি ছুটির দিন ব্যতীত  এবং পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটিতে ,গ্রামাঞ্চল এবং নগরাঞ্চলে নিয়মিত এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে। মাগুরা জেলায় সর্বমোট ২৩০১ টি স্থায়ী-অস্থায়ী কেন্দ্র রয়েছে। তারমধ্যে পৌরসভায় ১৬৩ টি, সদর উপজেলায় ৭০৩ টি, মোহাম্মদপুর উপজেলায় ৫৭৪ টি, শালিকা উপজেলায় ৪১৩ টি, শ্রীপুর উপজেলায় ৪৪৮ টি কেন্দ্রে ২৪৭৮৭৬ জনকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম ,পুলিশ সুপার মাগুরা।
টিকাদান ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন, মোঃ শামীম কবির ,সিভিল সার্জন মাগুরা।
প্রধান অতিথির বক্তব্যে অহিদুল ইসলাম বলেন, প্রতিবছর ৮ হাজারেরও বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায় তাই কোন ধরনের গুজবে কান না দিয়ে টাইফয়েড টিকা গ্রহণ করুন, আপনাদের সন্তানদের  সুস্বাস্থ্য নিশ্চিত করুন। ১০০% সফলতা লাভ করতে সকলে সহযোগিতা কাম্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *