মাগুরায় যৌতুক না পেয়ে ১০টি ট্যাবলেট খাওয়ায়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ  মাগুরা আদালতে যৌতুক না পেয়ে হারবালের ১০টি ট্যাবলেট খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে । দঃ বিঃ ৩০২/৩৪ ধারায় মৃতের বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উল্লেখ করেন আসামীর সহিত আমার মেয়ে সানজিদা (২১)কে ২০১৭ সালে নড়াইল লোহাগড়া লাহুড়িয়া গ্রামের সালেক শেখের ছেলে মোঃ সোহেল রানার সংগে সহিত মুসলিম শরিয়াত মতে বিয়া হয়। তার পর থেবেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবী করে এবং এ বিষয়ে ঐ গ্রামের মাত্ববরদের সাথে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে শালিষ মিমাংশা হয়। সর্বশেষ ঘটনার ১৫ দিন আগে আমার বাড়ি চলে আসি । সেখানে রেখে হারবালের চিকিৎসা করান স্বামী রানা। একপর্যায়ে ১০টি ট্যাবলেট খাইয়ে দেওয়ার পর মেয়ে অসুস্থ্য হয়ে পড়লে গত ইং ১লা অক্টোবর মঙ্গলবার তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর ডাক্তাররা রেফার্ড করেন ফরিদপুর মেডিকেলে। ঐ এ্যামবুলেন্সে উঠানোর সময় ঐ দিনই তার মৃত্যু হয়। তখন আমার মেয়ের জামাই সেখান থেকে পালিয়ে গেলে আমাদের সন্দেহ আরো বেড়ে যায়,পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায় তার পর বাড়ি এনে দাফন করা হয়। এ কারনে কেচ দিতে বিলম্ব হলে ১৭ই অক্টোবার মাগুরা আদালতে দঃ বিঃ ৩০২/৩৪ ধারায় মামলা করি।তিনি প্রশাসন ও মিডিয়ার কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *