মাগুরা সদরে জাগলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার জাগলা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
২৫ জুন ২০২৫ ইং, পরিচালিত অভিযানে হোটেল, মিষ্টি, ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করার
এ সময়ে মেসার্স মারুফ এন্টারপ্রাইজ  নামক মুদিদোকান প্রতিষ্ঠানে তদারকিতে পাওয়া যায় নানা অনিয়ম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, বিভিন্ন র‍্যাকে ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়, এমনকি বাচ্চাদের বিভিন্ন খাবার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব মো: ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ফার্মেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেসার্স আবিদা ফার্মেসিতে অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ র‍্যাকে সংরক্ষণ করে বিক্রয় করা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে  বিক্রয় করা ও একই প্যাকেটের ভালো ঔষধের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে বিক্রয়ের অপরাধে মালিক মো: মুরাদ আলীকে ৪৫ ও ৫১ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, সজল আহম্মেদ তিনি এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *