মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার সাঙ্গপাঙ্গদের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই গ্রামপুলিশ। এসময় একটি টেবিল ও চেয়ার ভাঙ্চুর করা হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে সাবাই বাজারের পশ্চিম পাশে স’মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশেরা কর্মবিরতির ডাক দিয়েছেন।
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অটোচার্জার, চার্জারভ্যানসহ তিন চাকার যানবাহনের লাইসেন্স নবায়নের গত রোববার (২৯ জুন) সাবাই হাটে ঢোলশহরত দেওয়া হয়। সেই মোতাবেক শুক্রবার সাবাই বাজারের পশ্চিমপাশে চেকপোস্ট বসিয়ে লাইসেন্স নবায়নের কাজ করছিলেন গ্রামপুলিশেরা। সেখানে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও তার সাঙ্গপাঙ্গদের হাতে গ্রামপুলিশেরা লাঞ্ছিতের শিকার হয়েছেন।
গ্রামপুলিশ জহুরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে চেকপোস্টে কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের একটি অটোচার্জার থামিয়ে লাইসেন্স নাবায়ন করার জন্য বলা হলে তিনি বিএনপি নেতা আব্দুল জব্বারকে ফোন ধরিয়ে দেন। তার তদবিরে অটোচার্জারটি ছেড়ে দেওয়া হয়। এর কিছু পরে বিএনপি নেতা আব্দুল জব্বার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে আব্দুল জব্বারের হুকুমে তার ছোটভাই জাহাঙ্গীর আলমসহ অন্য সহযোগীরা গ্রামপুলিশ আবুল কালাম আজাদকে মারধর করে। একই সঙ্গে চেকপোষ্টে থাকা টেবিল ও চেয়ার ভাঙচুর করা হয়।
গ্রাম পুলিশ জহুরুল ইসলাম আরও বলেন, ঘটনাটি তাৎক্ষনিক চেয়ারম্যান ও ওসি স্যারকে জানানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব।
এ প্রসঙ্গে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, ‘সরকারি পোষাক পরিহিত গ্রামপুলিশদের মারধর করা সঠিক হয়নি। এ ঘটনার তীব্র নিন্দাসহ প্রতিবাদ করছি। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপিনেতা আব্দুল জব্বারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, পোষাক পরা অবস্থায় গ্রাম পুলিশের গায়ে হাত দেওয়া চরম অন্যায়। এ ধরণের ঘটনা কখনোই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।