যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় দুই শতাধিক ছাত্রীদের মাঝে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন, সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই দুর্নীতি প্রতিরোধে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর হতে প্রেরিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সেই ভিডিও তথ্যচিত্র থেকে প্রশ্ন বাছাই করে ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইফফাত জামান রায়া প্রথম স্থান, আফিয়া আবিদ আলিফ দ্বিতীয় স্থান এবং মেহনাজ আহসান অপরুপা তৃতীয় স্থান অধিকার করেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *