রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস’র শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

নিহাল খান প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর (রোববার) বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী ১০০জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরন (খাতা-কলম) বিতরণ করা হয়।
এছাড়া ২০২৩ সালে উত্তীর্ণ ভালো ফলাফলকারী ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।
এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, নিজ নিজ সস্তানের সাথে বন্ধুশুলভ আচারণ করবেন এবং তার সংগীদের ব্যপারে নজর দিবেন।
তিনি আরও বলেন, এই পুরুস্কার পড়াশুনায় মনিযোগী হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে। এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিস্ট্যান্ট টুম্পা পাল, পল্লী চিকিৎসক মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবী জরিনা খাতুন সহ ১০০ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *