স্বপন ফলিয়া, এ্যডভোকেসি অফিসার: বেসরকারী উন্নন সংস্থা লিডার্স কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা’২০২৫ লিডার্স আঞ্চলিককার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬–২৮এপ্রিল ২০২৫ ইং রোজশনিবার–সোমবার আয়োজিত সমাবেশে সংস্থার বিভিন্ন প্রকল্পেরকর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালকজনাব–মোহন কুমার মন্ডল–এর শুভেচছা বক্তব্যের মধ্য দিয়েসমাবেশে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। নির্বাহী পরিচালক তারউদ্বোধনী বক্তব্যে বলেন, Òলিডার্স উপক‚লীয় অঞ্চলে জলবায়ুপরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ন জনগনের জীবন–জীবিকানিরাপত্তা শক্তিশালীকরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনযাবত কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যদিয়ে জনগন কতটুকুউপকৃত হচ্ছে বা আরও কি ধরনের কাজ করা প্রয়োজন আছেএবং জলবায়ু ঝঁকি মোকাবেলায় ভবিষ্যতে কোন ধরনেরকর্মকৌশল গ্রহন করা প্রয়োজন রয়েছে তা খুঁজে বের করা এবংপদক্ষেপ গ্রহন করা আমাদের দায়িত্ব।” নির্বাহী পরিচালকেরবক্তব্য শেষে কর্মসূচি ব্যবস্থাপক এ,বি,এম,জাকারিয়া চলমানপ্রকল্পগুলোর বিগত বছরের কার্যক্রম, লক্ষ্য, অর্জন, সফলতা, প্রতিবন্ধকতা, উত্তণের উপায়, সিমাবদ্ধতা, প্রকল্প তৈরী, পরিবীক্ষন, মূল্যায়ণ, এবং পরবর্তী বছরের জন্য করনীয় বিষয়নিয়ে বিষদ আলোচনা করেন। শিক্ষণ বিনিময় সভার সমাপনীদিনে চলমান প্রকল্পগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকাটিয়ে উঠতে ও অভিযোজন প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিয়েজীবন–জীবিকা নির্বাহ করতে পারে এ বিষয়ে কমিউনিটিরজনগনকে কিভাবে সহায়তা করা হচ্ছে তার আলোকে একটিস্বচিত্র প্রাণবন্ত গ্যালারী–শো উপস্থাপনার আয়োজন কর হয়, ফলে সমাবেশে আগত সকল অতিথীবৃন্দ সংস্থার কার্যক্রমসম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে। সংস্থার নির্বাহী পরিষদের সহসভাপতি জনাব–লিপিকা রায় বলেন, Òলিডার্স আমার প্রানেরসংস্থা। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় এলাকারজনগনকে সাথে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে লিডার্স দীর্ঘ দিনযাবত কাজ করে যাচ্ছে এবং আপনারাও এই যাত্রারঅংশিদার। আপনাদের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা দিন দিনবৃদ্ধি পাক এটাই আমার প্রত্যাশা”। অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী ও সাধারন পরিষদেরসম্মানিত পরিষদবর্গ জনাব–সুনির্মল চন্দ্র মন্ডল, জনাব–বিধুশ্রবামন্ডল, জনাব–রনজিত কুমার বর্মন, জনাব–তাহমিনা পারভীন, জনাব–সুজাতা মিস্ত্রী, জনাব–আব্দুলাহ আল বাকি প্রমুখ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব–মোঃসিরাজুল ইসলাম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ৭নং মুন্সিগঞ্জইউনিয়ন পরিষদ, জনাব মোঃ আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, এবং মোঃ বেল্লাল হোসেন, সভাপতি, সুন্দরবন প্রেস ক্লাব। অতিথিগন তাদের বক্তব্যেরমধ্যদিয়ে জলবায়ু ঝুকি মোকাবেলায় সংস্থার কার্যক্রমের প্রসংশাকরেন এবং লিডার্সকে ভবিষ্যতে একটি আর্ন্তজাতিক মানেরসংস্থা হিসেবে স্বপ্ন দেখান। সমাপনী দিনে সংস্থার কর্মকর্তা–কর্মচারী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে খেলা–ধুলা, মনোজ্ঞসংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষেপুরস্কার বিতণর করা হয়।