লিডার্স কার্যালয়ে নারীদের স্বাস্থ্য সচেতনতাবৃদ্ধিতে VIA Test ক্যাম্প অনুষ্ঠিত

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ  ২৫ শে জুন বুধবার  স্থানীয় নারী স্বাস্থ্য সুরক্ষায়বিশেষ ভূমিকা রাখতে লিডার্স প্রধান কার্যালয়েআয়োজিত হলো একদিনব্যাপী বিশেষগাইনোকোলজিক্যাল এবং জরায়ু ক্যানসার শনাক্তকারীVia Test ক্যাম্প আয়োজনটি বাস্তবায়ন করেস্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স। সহযোগিতায় রয়েছেআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

এই ক্যাম্পে গাইনোকলজিক্যাল বিভিন্ন সমস্যা জরায়ুমুখ ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধেVIA Test-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা  বিনামূল্যেস্বাস্থ্যপরীক্ষা পরামর্শ সেবা গ্রহণ করেন। উপস্থিতনারীরা শুধুমাত্র টেস্টই নন, পাশাপাশি সচেতনতা স্বাস্থ্যশিক্ষা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।

ক্যাম্পে নেতৃত্ব দেন Friendship-এর অভিজ্ঞগাইনোকলজিস্ট ডা. উম্মে কুলসুম, সিনিয়রপ্রোগ্রাম স্পেশালিস্ট। যিনি বলেন, “নারীদের অনেকেইলজ্জা বা ভয় থেকে সময়মতো চিকিৎসা নেন না। VIA Test একটি সহজ, দ্রুত কার্যকর পদ্ধতি, যার মাধ্যমেপ্রাথমিক পর্যায়ে জরায়ু ক্যানসার শনাক্ত সম্ভব।

লিডার্সএর এডভোকেসি অফিসার তমালিকা মল্লিকবলেন, “আমাদের উদ্দেশ্য শুধু সেবা দেওয়া নয়,নারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা। তারা যেন আগেইসতর্ক হন এবং প্রয়োজনে যথাসময়ে চিকিৎসা নেন।

এই উদ্যোগে অংশ নেওয়া নারীদের জন্য ফলোআপনির্দেশনাও প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা ক্যাম্পেরআয়োজন সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।লিডার্স ফ্রেন্ডশিপ এর যৌথ প্রচেষ্টা গ্রামীন  নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *