শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে প্রজেক্টরে দেখানো হলো তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার

প্রতিনিধি ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষদের দেখানো উদ্যোগ নিয়েছে কাফরুল থানা বিএনপির অঙ্গ সংগঠন।

ঢাকা ১৫ (কাফরুল-মিরপুর) আসনে বিএনপি’র কান্ডারী, মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জননেতা শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে বিভিন্ন এলাকায় প্রজেক্টর এর মাধ্যমে সাক্ষাৎকারটি দেখানো ব্যবস্থা গ্রহণ করেন কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মিলন।

রাজধানীর মিরপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড পীরেরবাগে রবিবার রাতে বড় প্রজেক্টরে সাক্ষাৎকারটি দেখানো হয়। প্রদর্শন শুরুর আগেই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশা ও অটোরিকশা চালক, শিক্ষার্থী, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন।

সাক্ষাৎকারটি প্রদর্শন শেষে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তারেক রহমানের বক্তব্য, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং দেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। তাদের মতে, এ সাক্ষাৎকার দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্দীপনা সঞ্চার করবে।

এ সময় কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন, মিরপুর থানা বিএনপির যুগ্নু আহবায়ক- আনোয়ার সাদাত খান রনি, কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক- মোঃ আলম হোসেন, সুমন মোল্লা, আসাদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাতা সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শোয়েব আক্তার এম আসর, কাফরুল থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক- মোঃ কামাল হোসেন, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রিন্স রাজু, মোঃ আল-আমিন, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ শামীম আহমেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন বাবু, মোঃ শুভ হোসেন উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম মিলন বলেন, ঢাকা- ১৫ আসনে বিএনপি’র কান্ডারী, মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের নির্দেশে এলাকার বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমানের এই সাক্ষাৎকার শুধু দলীয় নেতা-কর্মীদের জন্য নয়, সাধারণ মানুষের কাছেও সত্য, যুক্তি ও ভবিষ্যৎ দিকনির্দেশনার বার্তা বহন করে।’

তিনি জানান, পর্যায়ক্রমে ঢাকা ১৫ কাফরুল মিরপুর আসনের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সাক্ষাৎকারটি দেখানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে আরও বেশি মানুষ তার বক্তব্য শুনতে ও বুঝতে পারেন।

শরিফুল ইসলাম মিলন আরো জানান, আগামি কয়েকদিনের মধ্যেই কাফরুল মিরপুর থানার বিভিন্ন পয়েন্টে প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *