শার্শা সীমান্ত থেকে পিস্তল ও ম্যাগজিন সহ দুই অস্ত্র ব্যবসায়ি আটক

মোঃ আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোর এর শার্শা সীমান্ত থেকে পিস্তল ম্যাগজিন ও মোবাইল সহ দুই অস্ত্র ব্যবসায়ি আটক হয়েছে। বৃহস্পতিবার রাত্রে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে  এ অস্ত্র সহ ওই দুই ব্যবসায়িকে আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলো শার্শা থানার পাঁচভুলোট গ্রামের ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউলের ছেলে ইছা সর্দার (৫০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে অভিযান চালানো হয় আবদুল মজিদের বাড়িতে। তাকে সন্দেহ ভাজন হিসেবে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত সামগ্রীর মূল্য আনুমানিক ২লাখ ২০ হাজার টাকা।

খুরশীদ আনোয়ার আরও বলেন, সীমান্তঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে ও ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সপোর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *