শ্যামনগরের মুন্সিগঞ্জইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তমালিকা প্রতিবেদকঃ  ২৮ জুন ২০২৫ রোজ শনিবার শ্যামনগরের মুন্সিগঞ্জইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রান্তিক জনগণের বাস্তব অভিজ্ঞতা চাহিদার আলোকে জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়েগুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুর রশিদগাজী। অর্ধ বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেনফোরামের সহসভাপতি ববিতা রানী মন্ডল, সম্পাদকতপন কুমার মন্ডল, কৃষি সম্পাদক সুজিত মন্ডল, ফোরামেরঅন্যান্য নারী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, লিডার্সেরমনিটরিং কর্মকর্তা জয়দেব জোদ্দার, এডভোকেসি অফিসারতমালিকা মল্লিক সহ আরো অনেকে।

সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মুন্সিগঞ্জইউনিয়নের মানুষ বারবার দুর্যোগের সম্মুখীন হচ্ছেবিশেষকরে নদীভাঙন, অতিবৃষ্টি খরার প্রভাব প্রান্তিকজনগোষ্ঠীর জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে।

সভায় তারা নারীর দৃষ্টিভঙ্গিতে জলবায়ু অভিযোজন স্থানীয় জ্ঞান অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজনপরিকল্পনার কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। সভায়সিদ্ধান্ত হয় যে, ফোরামের সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতেএকটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে, যাপরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে সভাপতি বলেন, “এই ফোরামের লক্ষ্যই হচ্ছেপ্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করা।

এই অর্ধবার্ষিক সভাটি জলবায়ু পরিবর্তনের প্রভাবমোকাবেলায় একটি অংশগ্রহণমূলক অভিজ্ঞতাভিত্তিকউদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *