সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিল প্রশাসন, মুক্ত হলো অবরুদ্ধ সেই ১০ পরিবার

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুরা(পাবনা প্রতিনিধি): মাত্র একটি সংবাদই বদলে দিল ১০টি পরিবারের জীবনের চিত্র। পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে সরকারি রাস্তা বন্ধ করে প্রভাবশালী পরিবারের তিন ভাইয়ের তৈরি করা বাঁশের বেড়া ১৫ দিন পর অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেনের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বিকেলে ঘটনাস্থলে গিয়ে বেড়াটি সরিয়ে দেন। এতে দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা ১০টি পরিবার অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
স্থানীয় সূত্র জানায়, বনয়ারীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে তিন ভাই আব্দুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন সরকারি রাস্তা নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে গ্রামের মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডল, শরিফুল মণ্ডল, হযরত মণ্ডল, মুমতাজ মণ্ডল, রমজান আলী, স্বপন হোসেন, আজগর আলী ও আব্দুল মাওয়াল খানসহ ১০টি পরিবার চরম দুর্ভোগে পড়েন। অবরুদ্ধ পরিবার গুলোর কেউ কাজ করতে যেতে পারছিলেন না, কেউ স্কুলগামী সন্তানদের পাঠাতে পারছিলেন না এভাবেই কেটে যায় দীর্ঘ দুই সপ্তাহ।
সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন। তিনি বলেন,
“সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি জানার পরই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি রাস্তা জনগণের জন্য কেউ তা দখল করে রাখতে পারে না।”
রাস্তা উন্মুক্ত হওয়ার পর স্থানীয়রা সাংবাদিক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের ভাষায় “সংবাদটা না হলে হয়তো আমরা এখনো আটকা থাকতাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *