সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে-শ্রাবণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ) বলেছেন, সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসন থেকে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপহার দিতে চাই। গত শুক্রবার (১৭ অক্টোবর) কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি একটি শক্তিশালী ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেজন্য নেতাকর্মীদের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা জনগণের মাঝে জড়িয়ে দেওয়ার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে কুচক্রীমহলরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র এবং গুজব-অপপ্রচার চালাতে পারে। আমাদের সকল নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সাথে সেইসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, যুবনেতা জাহাঙ্গীর কবির মিন্টু প্রমূখ। 

 

অনুষ্ঠানে ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহাবুর মল্লিক সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্র ও যুবনেতা সাংবাদিক মনিরুজ্জামান মনি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লাহ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *