সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি দুর করতে বেনাপোলে বৈষম্যবিরোধি ছাত্রদের আয়োজনে মতবিনিময় সভা

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ  সন্ত্রাস, দুর্নীতি,মাদক,চাঁদাবাজি দুর করতে বেনাপোলে এক মতবিনিময় সভা হয়। শনিবার সকাল ১১ টার সময় সরকারী বেসরকারী সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,এর সমন্বয় কমিটির আয়োজনে ।

অনুষ্টানে সভাপতিত্ব করেন সাবেক বেনাপোল হাইস্কুলের শিক্ষক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বেনাপোল বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আকাশ বলেন, বেনাপোল একটি গুরুত্বপুর্ন স্থল বন্দর। এই পথে প্রতিদিনি ৭/৮ হাজার লোক ভারতে গমন করেন। এর মধ্যে রোগি সংখ্যা থাকে প্রায় তিন হাজার। ক্যান্সার সহ অনেক দুরারোগ্য রোগি যাতায়াত কালে অনেকে বেনাপোলে মারা যায়। এছাড়া এই বন্দরে প্রায় তিন হাজার শ্রমিক সহ এলাকার জনসাধারন, সরকারী বেসরকারী অফিস যেমন  কাস্টমস, বিজিবি, ইমিগ্রেশন থানা রয়েছে। জরুরী রোগিকে অনেক দুরে নিয়ে যেতে হয়। যার জন্য প্রথমে প্রয়োজন একটি হাসপাতাল।

এছাড়া বেনাপোল পৌরসভার সকল ব্যবসায়িদের প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। বেনাপোল পৌরসভাকে কাল ক্ষেপন না করে প্রতিদিন নাগরিকদের জন্মসনদ, নাগরিক সনদ, মৃত্যু সনদ সহ সকল সেবা প্রদান করতে হবে। এছাড়া বাজার দ্রব্য মুল্যের দাম যাতে উর্ধ্বগতি না হয় তারও তদারিক করতে হবে।

এসময় বেনাপোল পোর্ট থানার কাছে দাবি তুলে তিনি বলেন, বিনা হয়রানিতে টাকা ছাড়া থানায় নাগরিক সেবা দিতে হবে। ন্যায় ও সততার সাথে জনগনের পক্ষে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে ভুমিকা রাখতে হবে। সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রণে প্রতিমাসে বিশেষ অভিযান চালাতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, সীমান্তে বিজিবি চোরাচালান কারীর লিষ্ট তৈরী করে অভিযান পরিচালনা করতে হবে। বিজিবি পাসপোর্ট যাত্রীদের আটক মালের স্লিপ প্রদান করবে।  সীমান্তে অঞ্চলে মানুষের নিরাপত্তার জন্য বিজিবির টহল জোরদার করতে হবে। এছাড়া ইমিগ্রেশনে যাত্রী সেবার মান বৃদ্ধি করতে হবে। কোন পাসপোর্ট যাত্রীর নিকট থেকে কোন অর্থ নেওয়া যাবে না। এবং ইমিগ্রেশন এর মধ্যে দালালদের তৎপরতা বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরো বলেন, স্কুল কলেজ, মাদ্রাস ষ্টেশন রেল পুলিশ কাস্টমস, সাংবাদিক পল্লী বিদ্যুৎ, স্থল বন্দও ও বাজার কমিটিকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। এসকল জায়গায় কোন দুর্নিতী ও দালাল থাকতে পারবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানা ওসি রাছেল মিয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর ফারুক, বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, বিএনপি নেতা নাজিম উদ্দিন,  আতিকুর রহমান সনি, পল্লীবিদ্যুৎ এর এজিএম আশাদুজ্জামান আশা, সাবেক বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, মটারশ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া সকল শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *