সাংস্কৃতিক দম্পতি লিটন ও শিলা”র কনিষ্ঠ পুএ আসির জারিফ”র ৮ম গ্রেট গ্রাজুয়েশন সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ জেএসএফ সংগঠক ও সাংস্কৃতিক দম্পতি হাজী আনোয়ার হোসেন লিটন ও তসলিমা আক্তার শিলা”২য়,কনিষ্ঠ পুএ আসির জারিফ গত শুক্রবার, ২০ জুন ২০২৫, ম‍্যাহাটনের পিএস-৬৪ থেকে সফলতার সাথে ৮ম গ্রেট গ্রাজুয়েশন সম্পন্ন করেছে ।

এবছর আসির জারিফ ৯ম গ্রেট এ যাবে ।সাংস্কৃতিক দম্পতি হাজি আনোয়ার হোসেন লিটন ও তসলিমা আক্তার শিলা তাদের কনিষ্ঠ পুএ আসির জারিফ জন‍্য বন্ধু-বান্ধব-আত্মীয় স্বজনসহ সবার কাছে একজন মানবিক মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আশির্বাদ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *