সাপাহারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁর সাপাহারে ৩ দফা দাবীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন।
মঙ্গলবার সাপাহার উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের আয়োজনে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চ চত্বরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ী ভাড়া ও দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধিসহ জাতীয় করণের দাবিতে বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্ম বিরতি রেখে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, জবই কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হুদা, উমইল মোহাঃ দাখিল মাদ্রাসার প্রধান জাইদুল ইসলাম, চাঁচাহার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ভিওইল কলেজের সিনিয়র প্রভাষক নাজমুন নাহার, তিলনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ আবুল হোসেন, ওড়ুনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান, ভিওইল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, তিলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ উপজেলার ৭৫ টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *