তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে সীমান্ত দেখতে এসে কাঁটা তারের বেড়া ধরে সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ’র হাতে আটক দুই কলেজ পড়ুয়া ছাত্র বিজিবি সদস্যদের প্রচেষ্টায় মুক্ত হয়ে এখন বাংলাদেশের জেল হাজতে রয়েছে।
আটক ছাত্ররা হচ্ছেন বদলগাছি থানার ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) সে নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিসুর রহমানের ছেলে মোহাম্মাদ তালিম আহমেদ সৌরভ (২৩) সে সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ছাত্র।
বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৬জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারতের কাঁটা তারের বেড়া ধরে টিক টক ও সেলফি সেলফি তোলার সময় ভারতীয় টহলরাত বিএসএফ তাদের ধরে আটকে রাখে। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়ক সুবেদার তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে গিয়ে বাংলাদেশী নাগরিক হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত্রি সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে এবং একটি অভিযোগ দাখিল করেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্ত আইনে ১৭জুন মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।