সাপাহার সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি শিক্ষার্থী

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর:  নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় বাংলাদেশি দুই শিক্ষার্থীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের সাপাহার থানায় হস্তান্তর করে বিজিবি। পরে তাদের বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৭ জুন) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ওই দুই শিক্ষার্থী হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার ধুলাপারা গ্রামের মিনহাজুল ইসলাম (২৩)। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের

তামিম আহমেদ সৌরভ (২৩)। তিনি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বিজিবি দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই বন্ধু সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় গিয়ে টিকটক ভিডিও ধারণ করেন। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
খবর পেয়ে বিজিবির বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে যান। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে ফেরত এনে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।
এ,বিষয়ে ওসি আব্দুল আজিজ জানান, “বিজিবির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *